Fri. Sep 19th, 2025
Advertisements

29খােলা বাজার২৪, বৃহস্পতিবার, ৯ ফেব্রুয়ারি ২০১৭: বাংলাদেশের বিপক্ষে ঐতিহাসিক টেস্টের প্রথম ইনিংসে আক্ষেপ নিয়ে সাজঘরে ফিরেছেন চেতেশ্বর পুজারা। আক্ষেপটা ১৭ রানের। মেহেদী হাসান মিরাজের বলে মুশফিকুর রহীমের হাতে ক্যাচ দিয়ে সেঞ্চুরি বঞ্চিত হলেন ভারতীয় এই ব্যাটসম্যান। তার ব্যক্তিগত ইনিংসের সমাপ্তি ঘটে ৮৩ রানে। ১৭৭ বল মোকাবেলা করে ৯ চারের সাহায্যে ইনিংসটি সাজান।
সেঞ্চুরি না পাওয়ার আক্ষেপ থাকলেও হায়দরাবাদ টেস্টে দারুণ এক কীর্তি গড়েছেন পুজারা। ভারতীয় ক্রিকেট ইতিহাসে প্রথম শ্রেণির ক্রিকেটে ভারতীয় এক মৌসুমে সবচেয়ে বেশি রান করেছেন পুজারা। ভেঙেছেন ৫২ বছরের পুরানো রেকর্ড।
পুজারা পেছনে ফেলেছেন চাঁদু বোর্দেকে। ১৯৬৪-৬৫ মৌসুমে ২৮ ইনিংস খেলে চাঁদু নামের পাশে যোগ করেছিলেন ১ হাজার ৬০৪ রান। পুজারা রেকর্ডটি নিজের দখলে নিয়েছেন ২১ ইনিংস খেলেই।
চলতি মৌসুমে পুজারার সংগ্রহ ১ হাজার ৬০৫ রান। এক মৌসুমে ২ হাজার রানের মাইলফলক স্পর্শ করার অপেক্ষায় ভারতীয় এই ব্যাটসম্যান।