Thu. Sep 18th, 2025
Advertisements

32খােলা বাজার২৪, বৃহস্পতিবার, ৯ ফেব্রুয়ারি ২০১৭:  নোয়াখালী : নোয়াখালীর প্রাণ কেন্দ্রে অবস্থিত মাইজদী পাবলিক কলেজের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (০৯ ফেব্রুয়ারি) দুপুরে জেলা শহর মাইজদীর ইসলামিয়া রোড় সংলগ্ন মাইজদী পাবলিক কলেজ প্রাঙ্গণে এ পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে কলেজের অধ্যক্ষ তাকদির হোসেন মো. সাদরিলওয়ালা’র সভাপতিত্বে প্রধান অতিথি’র বক্তব্য রাখেন, জেলা প্রশাসক বদরে মুনির ফেরদৌস। বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা জিএস আবুল কাশেম, নোয়াখালী সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ কাজী মুহাম্মদ রফিক উল্যাহ, জেলা বারের সাবেক সভাপতি এডভোকেট এবিএম জাকারিয়া, শহর আওয়ামীলীগের সভাপতি আবদুল ওয়াদুদ পিন্টু, নোয়াখালী প্রেসক্লাবের আহবায়ক কমিটির সদস্য সামছুল হাসান মীরন।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে প্রধান অতিথি সহ অতিথিবৃন্দ বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্ট ও বিভাগে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।