Thu. May 1st, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

11kখােলা বাজার২৪, সোমবার, ১৩ ফেব্রুয়ারি ২০১৭: বিমান চলাচলে বাধা দিলে মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড এবং সর্বোচ্চ ৫ কোটি টাকা জরিমানার বিধান রেখে ‘বেসামরিক বিমান চলাচল আইন, ২০১৭’ খসড়া চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের বলেন, নতুন আইনে অপরাধের শাস্তি বাড়িয়ে দেয়া হয়েছে।
তিনি আরও জানান, বিমানে বিপদজনক পণ্য বহন করলে ৭ বছরের কারাদণ্ড এবং অন্য দেশের বিমান বাংলাদেশের আকাশ সীমানা লঙ্ঘন করলে সর্বোচ্চ ৭ বছর অথবা সর্বনিম্ন ৩ বছর কারাদণ্ড ও ৫০ লাখ টাকা জরিমানার বিধান রাখা হয়েছে।