খােলা বাজার২৪, মঙ্গলবার, ১৪ফেব্রুয়ারি ২০১৭:
প্রেম হয়
মোঃ মিজানুর রহমান
প্রেম হয় চলতে-ফিরতে
ভাল লাগাতে
প্রেম হয় ধীরে ধীরে
মনের আবেশে।
প্রেম হয় হঠাৎ দেখা
বিজলীর ঝলকে
প্রেম হয় চোখে চোখে
চোখের পলকে।
প্রেম হয় ইশারাতে
কামনার শিশে
প্রেম হয় পাশে থেকে
গভীরে মিশে।
প্রেম হয় তোমার-আমার
সবার অজান্তে
প্রেম হয় শুধুই দু’জন
মিলে একপ্রান্তে।
প্রেম হয় শিহরণে
আবেগে ধরা
প্রেম হয় পরশ পেলে
উচ্ছ্বাসে ভরা।
প্রেম হয় পরস্পরে
পাওয়ার আশায়
প্রেম হয় চাতক পাখি
মিটে আকাঙ্খায়।
প্রেম হয় পরিপূর্ণ
বাসর মিলনে
প্রেম হয় আনন্দময়
দু’জন দু’জনে।
লেখকঃ সাংবাদিক, কবি ও কলামিস্ট।