Thu. Mar 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

 

love_hearts_wallpaper_65d28

খােলা বাজার২৪, মঙ্গলবার,  ১৪ফেব্রুয়ারি ২০১৭:

প্রেম হয়
মোঃ মিজানুর রহমান

প্রেম হয় চলতে-ফিরতে
ভাল লাগাতে
প্রেম হয় ধীরে ধীরে
মনের আবেশে।
প্রেম হয় হঠাৎ দেখা
বিজলীর ঝলকে
প্রেম হয় চোখে চোখে
চোখের পলকে।
প্রেম হয় ইশারাতে
কামনার শিশে
প্রেম হয় পাশে থেকে
গভীরে মিশে।
প্রেম হয় তোমার-আমার
সবার অজান্তে
প্রেম হয় শুধুই দু’জন
মিলে একপ্রান্তে।

love
প্রেম হয় শিহরণে
আবেগে ধরা
প্রেম হয় পরশ পেলে
উচ্ছ্বাসে ভরা।
প্রেম হয় পরস্পরে
পাওয়ার আশায়
প্রেম হয় চাতক পাখি
মিটে আকাঙ্খায়।
প্রেম হয় পরিপূর্ণ
বাসর মিলনে
প্রেম হয় আনন্দময়
দু’জন দু’জনে।

লেখকঃ সাংবাদিক, কবি ও কলামিস্ট।

download