Wed. Mar 12th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

29খােলা বাজার২৪, মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারি ২০১৭:  জেএমবির তৎকালীন আমির মাওলনা সাইদুর রহমান ও তার সহযোগীদের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক মো. কামরুল হাসান মোল্লা আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে আগামী ২৪ মার্চ সাক্ষ্য গ্রহণের জন্য দিন ধার্য করেছেন।
একই আদারতের রাষ্ট্রপক্ষের আইনজীবী তাপস কুমার পাল বলেন, ‘মামলাটি বিচারের জন্য ঢাকার ছয় নম্বর বিশেষ জজ আদালতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।’

এ মামলায় অন্য আসামিরা হলেন আব্দুল্লাহেল কাফী ওরফে আব্দুল্লাহেল কাদরী এবং তার স্ত্রী আয়শা আক্তার। তারা বর্তমানে জামিন নিয়ে পলাতক আছেন। তবে কারাগারে আটক জেএমবির শীর্ষ নেতা সাঈদুরকে এ আদালতে হাজির করা হয়।
তাদের সবার বিরুদ্ধে অভিযোগপত্র আমলে নিয়ে গত ২২ জানুয়ারি অভিযোগ গঠনের দিন ধার্য করেন। মামলাটি ঢাকার ৬ নম্বর বিশেষ জজ আদালতে বিচার শুরু হয় ২০১১ সালের ১৬ জানুয়ারি। ওই আদালতে রাষ্ট্রপক্ষে ৫ জন সাক্ষীর সাক্ষ্যও শেষ হয়। কিন্তু মামলাটির বিচারের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন ছিল না। সন্ত্রাস বিরোধী আনের ৪০(২) ধারা অনুযায়ী এ ধরনের মামলার অভযোপত্র জমা দেওয়ার আগে সরকারের যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন প্রয়োজন হয়।
গণমাধ্যমে ‘অনুমোদন ছাড়া বিচারকাজ চলছে’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হলে মামলার বিচার স্থগিত করে নথিপত্র ২০১৫ সালের ৮ সেপ্টেম্বরে অনুমোদন আনার জন্য পাঠানো হয়। পরে গত বছরের ২৬ অগাস্ট অনুমোদন পাওয়া গেলে মামলাটিতে নতুন করে বিচার প্রক্রিয়া শুরু হয়। যার পরিপ্রেক্ষতে গত ৪ জানুয়ারি নতুন করে অভিযোগপত্র আমলে নেওয়া হয়।
দেশের সাবর্ভৌমত্ব বিনষ্ট করার ষড়যন্ত্র, দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার অভিযোগ তাদের ২০১০ সালের ২৫ মে মাসে রাজধানীর কদমতলী থানা এলাকার দনিয়া নূর মসজিদের কাছে একটি বাড়ি থেকে আসামিদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে জিহাদী বইসহ সরকার বিরোধী প্রকাশনা, কাগজপত্র উদ্ধার করা হয়।