খােলা বাজার২৪, শুক্রবার ১৭ ফেব্রুয়ারি ২০১৭: ঘুষ ও অন্যান্য দুর্নীতির দায়ে স্যামসাং ভাইস চেয়ারম্যান লি জে ইয়াংকে গ্রেফতার করেছে দক্ষিণ কোরিয়া। সাবেক প্রেসিডেন্ট পার্ক জিউং এর পদত্যাগের সঙ্গে এই মামলা সম্পর্কিত বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
তবে লি এসব অভিযোগ অস্বীকার করেছেন। চলতি সপ্তাহের প্রথমেই তাকে দ্বিতীয়বারের মতো জিজ্ঞাসাবাদ করা হয়।
চলতি বছরের ৯ জানুয়ারি স্যামসাংয়ের চেয়ারম্যান এবং প্রেসিডেন্টকে তদন্তের স্বার্থে প্রশ্ন করতে প্রথমবার ডেকে নেয় আইন-শৃঙ্খলা বাহিনী। ২০১৫ সালে স্যামসাংয়ের মূল প্রতিষ্ঠান এবং নির্মাণ ব্যবসার ৮০০ কোটি মার্কিন ডলারের একত্রীকরণে প্রতিষ্ঠানটি সরকারের সহায়তা নেওয়ার অভিযোগ রয়েছে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে।
২০১৪ সালে স্যামসাং গ্রুপের প্রধান লি কুন-হি হৃদরোগে আক্রান্ত হয়ে ব্যবসা প্রতিষ্ঠানের দায়িত্ব পরিচালনায় অক্ষম হয়ে পড়লে তার ছেলে ৪৮ বছর বয়সী লি কার্যত স্যামসাং গ্রুপের প্রধান হিসেবে কাজ শুরু করেন।