খােলা বাজার২৪, মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারি ২০১৭ : লালমনিরহাটের আদিতমারী উপজেলার দুর্গাপুর ইউনিয়নের মান্নানের চৌপথি নামক এলাকায় আসামী ধরতে গিয়ে জাহিদ হাসান নামের এক এস আই মাদক ব্যবসায়ীদের ছুরিকাঘাতে গুরুতর জখম হয়েছেন। আহত ওই এসআই কে আশঙ্কাজনক অব¯’ায় লালমনিরহাট সদর হাসপাতাল থেকে নেয়া হয়েছে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে।
পুলিশ জানায়, সন্ধ্যা সাড়ে ৬টায় দিকে এস আই জাহিদের নেতৃত্বে ৪/৫ জনের পুলিশের একটি দল ওই ইউনিয়নের নুর কাশেমের পুত্র মাদক মামলার আসামী সাইফুলকে গ্রেফতারের জন্য যায়। পুলিশ সাইফুলকে আটক করে, হ্যান্ডকাপ লাগানোর সময় সাইফুলের সহযোগি অন্যান্য মাদক ব্যবসায়ীরা পুলিশের উপর হামলা করে। এসময় এইআই জাহিদকে তারা ধারালো অস্ত্র দিয়ে বামহাত, গলা ও কানে উপর্যপরি আঘাত করতে থাকে। সুযোগ বুঝে মাদক ব্যবসায়ীরা আসামী সাইফুলকে ছিনিয়ে নেয়।
পরে সঙ্গীয় ফোর্স আহত জাহিদকে চিকিৎসার জন্য লালমনিরহাট সদর হাসপাতালে নিয়ে আসে। অব¯’া আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে কর্তব্যরত চিকিৎসক রাত ৯টায় তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ¯’াননান্তর করে। এ ঘটনায় বর্তমানে ওই এলাকায় পুলিশী অভিযান চলছে বলে পুলিশ সুত্র জানিয়েছে।
লালমনিরহাট পুলিশ সুপার এসএম রশিদুল হক জানান, এসআই জাহিদকে আঘাত করে আসামী পালিয়ে গেছে। পুলিশ আসামি গ্রেফতারের জোর চেষ্টা করছেন বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা।