Thu. Mar 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪, মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারি ২০১৭:  আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহিদ দিবসে মৌলভীবাজার শহরের ছিন্ন মূল শিশুদের মধ্যে মাতৃভাষা শিক্ষা ও শিক্ষা উপকরণ বিতরন করেছে যুগান্তর স্বজন সমাবেশ মৌলভীবাজার জেলা শাখা।

জেলা কমিটির সভাপতি প্রভাষক হুমায়ূন কবীর এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আহমদউর রহমান ইমরান এর পরিচালনায় ভাষা শিক্ষা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বজন সমাবেশের উপদেষ্টা, মৌলভীবাজার ব্যাংক অফিসার এসোসিয়েশনের সভাপতি ও কলামিষ্ট মোঃ আবু তাহের। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হোয়াইট পার্ল কলেজের অধ্যক্ষ মোঃ শাহজাহান, বাংলাদেশ ডেভলাপমেন্ট ব্যাংক মৌলভীবাজার শাখার ম্যানেজার মোঃ মমতাজ উদ্দিন, দৈনিক মৌমাছি কন্ঠ পত্রিকার সম্পাদক শেখ সিরাজুল ইসলাম সিরাজ, দৈনিক যুগান্তরের জেলা প্রতিনিধি হোসাইন আহমদ, সমাজ সেবক তোফাজ্জল হোসেন, তারুণ্যের কার্যনির্বাহী সদস্য মাহমুদ এইচ খান প্রমুখ।

এছাড়াও উপস্থিত ছিলেন, স্বজনের সহ-সভাপতি মোক্তাদির হোসেন, প্রভাষক জসিম উদ্দিন, সহ-সাধারণ সম্পাদক সাদিকুর রহমান, প্রভাষক মোঃ সুমন আহমেদ, সাংগঠনিক সম্পাদক মোঃ ফাহিম, দপ্তর সম্পাদক সুমন আহমদ, সাহিত্য সম্পাদক প্রভাষক বদরুল ইসলাম, আহসানুল হক সুমন, তানভীর আহমেদ, জসিম উদ্দিন প্রমুখ।

এসময় শহরের শিক্ষা বঞ্চিত প্রায় ৫০টি শিশুকে মাতৃভাষা সম্পর্কে প্রাথমিক ধারণা, ভাষা আন্দোলনের প্রেক্ষাপট, আনন্দ বিনোদন এবং তাদেরকে উচ্চা কাঙ্খার বিভিন্ন স্বপ্ন দেখানু হয়। এসকল শিশুদের মধ্যে তারুণ্য নামের একটি সামাজিক সংগঠন দীর্ঘদিন যাবত কাজ করে আসছে। তাদেরকে সমাজে প্রতিষ্টিত করার জন্য সংগঠনটি সর্বদা কাজ করে যাচ্ছে।