Thu. Oct 2nd, 2025
Advertisements

খােলা বাজার২৪, মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারি ২০১৭:  বিরোধের জের ধরে গজারিয়া উপজেলার বালুয়াকান্দি এলাকায় আরিফ হোসেন (২৪) নামে এক যুবক খুন হয়েছে। মঙ্গলবার দুপুরে তাকে কুপিয়ে হত্যা করা হয়। নিহত আরিফ হোসেন বালুয়াকান্দি ইউনিয়নের বালুয়াকান্দি গ্রামের ফিরোজ মিয়ার ছেলে।

সুত্র জানায়, মঙ্গলবার দুপুরে খোরশেদ আলমের ছেলে মাদক ব্যবসায়ী শরীফ মিয়া মাদক বিক্রির হিস্যা ও দেনা পাওনার বিরোধের জের ধরে একই গ্রামের ফিরোজ মিয়ার ছেলে আরিফ হোসেনকে (২৪) কুপিয়ে খুন করেছে।

এ ব্যাপারে গজারিয়া থানার এসআই সারোয়ার হোসেন ভূইয়া জানান, পুলিশ প্রাথমিক ভাবে জানতে পেরেছে টাকা দেনা পাওনা হিস্যা নিয়ে ঘটনাটি ঘটেছে। পুলিশ মরদেহ উদ্ধার করেছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারের জন্য পুলিশের অভিযান চলছে।