Sun. Sep 21st, 2025
Advertisements

2kখােলা বাজার২৪, বুধবার, ২২ ফেব্রুয়ারি ২০১৭: নরসিংদী সদর উপজেলায় ছোট তিন ভাই-বোনকে শ্বাসরুদ্ধ করে হত্যা করেছে তাদের বড় ভাই রুবেল হোসেন (২২)।
মঙ্গলবার দিনগত রাত সোয়া ১২টার দিকে সদর উপজেলার মেঘনা নদী বেষ্টিত চরাঞ্চল আলোকবালীর পূর্বপাড়া গ্রামে এ নৃশংস ঘটনা ঘটে।
নিহতরা হল- আলোকবালীর পূর্বপাড়া গ্রামের আবু কালাম মিয়ার ছেলে ইয়াসিন (১০), মেয়ে মরিয়ম (৭) ও মাহিয়া (৫)।
এ সময় ধারালো অস্ত্রের আঘাতে আহত হয়েছে আতিকুর নামে আবু কালাম মিয়ার আরেক সন্তান। ঘটনার পর থেকে ঘাতক রুবেল হোসেন পলাতক।
স্থানীয় ও নিহতদের পরিবার সূত্রে জানা গেছে, পারিবারিক বিরোধের জের ধরে রাতে রুবেল হোসেন তার ছোট ভাই ইয়াসিন, বোন মরিয়ম ও মাহিয়াকে শ্বাসরুদ্ধ করে হত্যা করে।
এ সময় বাধা দিতে এলে রুবেল তার আরেক ভাই আতিকুরকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সদর মডেল থানার ওসি (তদন্ত) সালাউদ্দিন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। কী কারণে নৃশংস এ হত্যাকাণ্ড ঘটনা ঘটেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।