খােলা বাজার২৪, বুধবার, ২২ ফেব্রুয়ারি ২০১৭: মুন্সীগঞ্জ জেলা শিল্পকলা একাডেমীর সভাপতি ও কবিতা বিভাগের প্রশিক্ষকের কবিতা পাঠে অভিভুত দর্শক। মাহফুজুর রহমান লিপু প্রথমে একটি কবিতা পাঠ করে শ্রোতাদের মন মাতিয়ে তোলেন। দর্শকরাও মুগ্ধ হয়ে কবিতা পাঠ শোনেন। পরবর্তীতে জেলা প্রশাসক সায়লা ফারজানা মহান ভাষা দিবস উপলক্ষে একটি কবিতা পাঠ করেন। কবিতাটি যখন পাঠ করছিলেন তখন উপস্থিত সকল শ্রোতা মুগ্ধ হয়ে শুনছিলেন। এমন কবিতা পাঠ আসলেই গুনীজনদের পক্ষেই সম্ভব।
মুন্সীগঞ্জ আন্তর্জাতিক মার্তৃভাষা দিবস উপলক্ষে আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সায়লা ফারজানা। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি মোহা: হারুন অর রশিদ, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব ফজলে আজিম, এডিএম শওকত আলম মজুমদারসহ প্রশাসনের সকল স্তরের কর্মকর্তা কর্মচারী। এ সময় উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও সভ্যতার আলোর সম্পাদক মীর নাসির উদ্দিন উজ্জ্বল, জাতীয় অনলাইন প্রেসক্লাব মুন্সীগঞ্জ জেলার সভাপতি আব্দুস সালাম, সাংবাদিক হুমায়ুন কবির প্রমুখ। উপস্থাপনায় ছিলেন মতিউল ইসলাম হিরু।