খােলা বাজার২৪, শুক্রবার, ২৪ ফেব্রুয়ারি ২০১৭: বড়াইগ্রামে সরকারের সাফল্য, উন্নয়ন ভাবনা ও জঙ্গীবাদ সম্পর্কে জনসাধারণকে অবহিতকরণ ও সম্পৃক্তকরণের লক্ষ্যে সংবাদকর্মীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে উপজেলা প্রশাসন ও জেলা তথ্য অফিস এ কর্মসূচির আয়োজন করে। সভায় উপজেলা নির্বাহী অফিসার ইশরাত ফারজানার সভাপতিত্বে জেলা তথ্য কর্মকর্তা মোহাম্মদ আলী ও সহকারী জেলা তথ্য কর্মকর্তা আব্দুল আহাদ সংবাদকর্মীদের কাছে সরকারের বিভিন্ন উন্নয়ন মূলক কর্মকান্ড তুলে ধরে বক্তব্য রাখেন। এ সময় উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, যুগ্ন সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী গাজী ও দপ্তর সম্পাদক জাহিদ হাসানসহ বিভিন্ন সংবাদ মাধ্যমে কর্মরত উপজেলার ২০ জন সাংবাদিক উপস্থিত ছিলেন।