Fri. Sep 19th, 2025
Advertisements

8kখােলা বাজার২৪, শনিবার, ২৫ ফেব্রুয়ারি ২০১৭: ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নেওয়ার জন্য যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার প্রতি আহ্বান জানিয়েছেন দেশটির একদল ভোটার। শুধু তাই নয়, ভোটারদের ওই দলটি ‘ওবামা১৭’ নামে একটি ওয়েবসাইট খুলে প্রেসিডেন্ট পদে নির্বাচনে যাতে ওবামা অংশ নিতে পারে তার জন্য কাজও করে যাচ্ছে।
‘ওবামা১৭’ নামের একটি ওয়েবসাইটের বরাত দিয়ে বৃহস্পতিবার এবিসি নিউজ এ খবর জানিয়েছে। এই বসন্তে ফ্রান্সে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।
এবিসি জানায়, ফ্রান্স যখন ব্যাপকভাবে চরম ডানপন্থীদের ভোট দিতে যাচ্ছে, ঠিক তখনই ভোটারদের ওই দলটি একজন বিদেশিকে প্রেসিডেন্ট নির্বাচিত করার আহ্বান জানাচ্ছে। ‘ওবামা১৭’ ওয়েবসাইটে দলটি বলেছে, বিদেশি প্রেসিডেন্ট নির্বাচিত করে এই গ্রহে তারা গণতন্ত্রের একটি পাঠ রচনা করতে চান। সেখানে আরো বলা হয়েছে, ওবামার জীবনবৃত্তান্ত পৃথিবীর মধ্যে সবচেয়ে সমৃদ্ধ। ওই ওয়েবসাইটটির সঙ্গে ওবামার কোনো সংশ্লিষ্টতা নেই বলে জানানো হয়েছে।
রাজধানী প্যারিসের বিভিন্ন স্থানে ওবামা১৭-এর পোস্টার সাঁটানো হয়েছে। সেই সঙ্গে ওই নির্বাচনী লড়াইয়ে ওবামার অংশগ্রহণের জন্য আবেদন জানানো হয়েছে। এ ছাড়া দলটি ১০ লাখ স্বাক্ষর জোগাড় করার চেষ্টা করছে। যদিও বারাক ওবামা ফরাসি নন। দেশটির প্রেসিডেন্ট প্রার্থী হওয়ার জন্য তাঁকে অবশ্যই ফ্রান্সের অধিবাসী হতে হবে।
ওবামা১৭-এর এক মুখপাত্র এবিসি নিউজকে বলেন, ‘আমরা বারাক ওবামার প্রেসিডেন্টের মেয়াদ শেষ হওয়ার দুই মাস আগে এই পরিকল্পনা শুরু করি। আমরা স্বপ্ন দেখি এমন একজনকে ভোট দেওয়ার যাঁর নেতৃত্বে আমরা একটি উজ্জ্বল ভবিষ্যৎ পাব।’