খােলা বাজার২৪, সোমবার, ২৭ ফেব্রুয়ারি ২০১৭: কুড়িগ্রাম জেলার শতবর্ষী ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান কুড়িগ্রাম জিলা স্কুলের ইংরেজি বিভাগের সহকারি শিক্ষক ইমরুল কায়েস মিরন এবছর জেলার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়েছেন। জাতীয় শিক্ষা সপ্তাহ-২০১৭ খ্রিষ্টাব্দ উপলক্ষে শ্রেণি শিক্ষক ক্যাটাগড়িতে তিনি জেলার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হন। তিনি ইংরেজি বিভাগের একজন মাস্টার ট্রেইনার হিসেবে বিভিন্ন বিদ্যালয়ের ইংরেজি শিক্ষককে প্রশিক্ষণ প্রদান করে আসছেন।জেলার চিলমারী উপজেলার রাণীগঞ্জ ইউনিয়নের দক্ষিণ ওয়ারি গ্রামের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আজিজুর রহমান ও গৃহিনী ফজিলাতুন নেছা’র ৯ ছেলে-মেয়ের মধ্যে ইমরুল কায়েস মিরন সবার ছোট। তিনি গত ২০০৬ সালের ডিসেম্বর মাসে মাধ্যমিক বিদ্যালয়ের ইংরেজি শিক্ষক হিসেবে নিয়োগপ্রাপ্ত হয়ে জেলার উলিপুর উপজেলার উলিপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে প্রথম যোগ দেন। পরে ২০১০ সালে সরকারি চাকুরির বদলীজনিত কারনে জেলা সদরের কুড়িগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয় অর্থাৎ জিলা স্কুলে যোগ দেন। তাঁর এ সাফল্যে সহকর্মী, শিক্ষার্থী ও অভিভাবকরা গর্বিত, আনন্দিত এবং অভিনন্দন জানিয়েছেন।