Tue. Sep 23rd, 2025
Advertisements

খােলা বাজার২৪, মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারি ২০১৭: 16লালমনিরহাটের হাতীবান্ধায় ১২৫ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ দুই কুখ্যাত মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ। আজ সকালে ওই উপজেলার কানিপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে হাতীবান্ধা থানার এস আই নুর আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে ১২৫ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ মোফাজ্জল হোসেন (২৭) ও মাইদুল ইসলাম (২৬) নামে দুই কুখ্যাত মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে বলে জানা গেছে।

হাতীবান্ধা থানার বাড়াইপাড়া গ্রামের মৃত নুর আমিন ওরফে নুরা ভাটিয়ার পুত্র মোফাজ্জল হোসেন(২৭) এবং সিংগীমারী গ্রামের জয়নাল আবেদীনের পুত্র মাইদুল ইসলাম(২৬) বলে জানা গেছে।
এ বিষয়ে হাতীবান্ধা থানার ওসি রেজাউল করিম জানান তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে।