খােলা বাজার২৪, বুধবার, ১ মার্চ ২০১৭ : বিশেষ ব্যবস্থা রেখে বাল্যবিয়ে নিরোধ আইন ২০১৭ অবিলম্বে বাতিলের দাবিতে বরগুনায় প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১ মার্চ) সকাল ১১টায় বরগুনা জেলা প্রশাসক কার্যলয়ের সামনে এ কর্মসূচি পালন করা হয়। মানববন্ধন ও সমাবেশ শেষে বরগুনা জেলা প্রশাসকের কাছে প্রধানমন্ত্রী বরাবর লেখা একটি স্মারকলিপি প্রদান করা হয়।
উন্নয়ন সংগঠন ফারিয়ালারার আয়োজনে মুখে কালো কাপড় পরে এ কর্মসূচিতে অংশ নেয় বরগুনা প্রেসক্লাব, জেলা টেলিভিশন সাংবাদিক ফোরাম, মহিলা পরিষদ, জাগোনারী, অন্বেষা, শুকতারা, এডাব, আদ্-দ্বীন ওয়েলফেয়ার সেন্টারের উন্নয়নকর্মীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ মহিলা পরিষদ বরগুনা শাখার সভাপতি নাজমা বেগম, বরগুনা প্রেসক্লাবের সভাপতি মো. জাকির হোসেন মিরাজ, টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি মো. সোহেল হাফিজ, বরগুনা প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. হাসানুর রহমান ঝন্টু, মো. মনির হোসেন কামাল, জাগোনারীর প্রধান নির্বাহী হোসনে আরা হাসি, ফারিয়া লারা ফাউন্ডেশনের জেলা সমন্বয়ক চিত্তরঞ্জন শীল, অন্বেষার নির্বাহী পরিচালক মো. শামসুদ্দিন খান, নারী নেত্রী বেবি দাস প্রমুখ।