খােলা বাজার২৪।। বৃহস্পতিবার, ২ মার্চ ২০১৭ : চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ৭টি ককটেল সহ এক জেএমবি সদস্য কে আটক করেছে নাচোল থানা পুলিশ। আটক কৃত ব্যক্তি চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার হাজারীডাঙ্গা গ্রামের মৃত ওয়াজেদ ডাক্তারের ছেলে নাজমুল হক(৫০)।
নাচোল থানার ওসি(ভারপ্রাপ্ত) কর্মকর্তা ফাছির উদ্দিন জানান, গত বুধবার রাত ৯টা ৪৫মিনিটের দিকে উপজেলার নেজামপুর রেলস্টেশনের পূর্ব পাশে আমবাগানের কাছে জেএমবি সদস্য নাজমুল সহ প্রায় ৬/৭জন ব্যক্তি গোপন বৈঠক করছিল।
গোপন সংবাদের ভিত্তিত্বে নাচোল থানা পুলিশ সেই এলাকায় অভিযান চালিয়ে ৭টি ককটেল সহ জেএমবি সদস্য নাজমুল হক কে আটক করে নাচোল থানায় নিয়ে আসে। আটকের পরের দিন জেএমবি সদস্য নাজমুল হক কে জেলহাজতে প্রেরন করেন বলে ওসি জানান। এ ব্যাপারে নাচোল থানায় তাঁর বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা দ্বায়ের করা হয়েছে।