খােলা বাজার২৪।। বৃহস্পতিবার, ২ মার্চ ২০১৭ : মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার রাঢ়িখাল এলাকায় মেরিন খানকে (২৬) হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করা হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে শ্রীনগর দোহার সড়কে এই বিক্ষোভ মিছিল করে এলাকাবাসী। এ সময় মেরিনের পরিবার ও স্থানীয় এলাকাবাসীরা মেরিনের হত্যার প্রতিবাদ জানিয়ে স্লোগান দেয়। এলাকাবাসী জানায়. হত্যাকান্ডের সাথে জড়িত যারা তারা এখনো ধরা পড়েনি। মামলায় পুলিশের অগ্রগতি নিয়ে সন্দেহ প্রকাশ করেন মেরিনের পরিবার। তারা শ্রীনগর দোহার সড়কে ঘন্টাব্যাপী অবস্থান করে।
উল্লেখ্য, ধারালো অস্ত্র দিয়ে মেরিনকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। গত ৫ ফেব্রুয়ারী রাতে যুবকতের মরাদেহটি উপজেলার উত্তর রাঢ়িখাল থেকে উদ্ধার করে। এর আগে ওই এলাকার কচিদের বাগান বাড়িতে গোঙ্গানীর শব্দ শুনে পাশ্ববর্তী এক নারীর চিৎকারে লোকজন এগিয়ে আসেলেও মেরিন খানকে বাঁচানো সম্ভব হয়নি। এই ঘটনায় ৪জনকে আটক করে পুলিশ।