খােলা বাজার২৪।। শনিবার, ৪ মার্চ ২০১৭: বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ঐশ্বরিয়া রাই ও অভিনেতা অভিষেক বচ্চনের সম্পর্কটা ভালো যাচ্ছে না। বিশেষ করে রণবীর কাপুরের সঙ্গে খোলামেলা দৃশ্যে অভিনয়ের পর থেকেই স্বামী-স্ত্রীর মধ্যে নাকি দ্বন্দ্ব চলছে।
বলিউডের বিভিন্ন সূত্র অন্তত তেমন খবরই দিচ্ছে। আর এই খবরের মধ্যে নতুন খবর হল- স্বামী-স্ত্রীর দ্বন্দ্বের পেছনে আরও একটি কারণ রয়েছে। আর সেটা হল মেয়ে আরাধ্যা।
জানা গেছে, মেয়ের অভিনয় নিয়ে ঐশ্বরিয়া ও অভিষেকের মধ্যে দ্বন্দ্ব চলছে। অভিষেক চান মেয়ে এখনই অভিনয় শুরু করুক।
পারিবারিক ইতিহাসে অভিনয় যেভাবে জড়িয়ে তাতে অভিষেকের ধারণা, আলাদা করে তার মেয়ের অভিনয় শেখার প্রয়োজন নেই।
কিন্তু ঐশ্বরিয়া চান ভিন্ন কিছু। সাবেক এ বিশ্ব সুন্দরী আপাতত মেয়েকে বলিউডের যাবতীয় গ্ল্যামার থেকে দূরে রাখতে চান।
আরাধ্য বড় হলে অভিনয়ের ব্যাপারে সিদ্ধান্ত নেয়ার ভার তার ওপরই ছেড়ে দিতে চান বচ্চন পরিবার বধূ। এ নিয়েই নাকি বচ্চন দম্পতির অশান্তি তুঙ্গে।
তবে এ নিয়ে এখনও মুখ খোলেননি বচ্চন পরিবারের কোনো সদস্য।
প্রসঙ্গত, এর আগে এক সাক্ষাতকারে অভিষেক বলেছিলেন, ‘আরাধ্যা যেটা ভালোবেসে করবে, আমি তাতেই খুশি।’
কিন্তু হঠাৎ মত পরিবর্তনে বিটাউনে নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। তা হলে কি আরাধ্যার জন্য বড় কোনো অফার রয়েছে?