Wed. Apr 30th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪।। সোমবার, ৬ মার্চ ২০১৭:  ঢাকাস্থ ব্রিটিশ কাউন্সিলের কান্ট্রি ডিরেক্টর বারবারা উইকহ্যামের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উপাচার্য অধ্যাপক মুহম্মদ মিজানউদ্দিনের সৌজন্য সঙ্গে সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন। সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সভায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা কার্যক্রম বিশেষ করে ইংরেজি ভাষার শিক্ষাব্যবস্থা, এর উন্নয়ন ও প্রসার সম্পর্কে আলোচনা করেন। আলোচনাকালে উপাচার্য রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ইংরেজি ভাষা শিক্ষা ও এর ব্যবহারে দক্ষতার উন্নয়নে ব্রিটিশ কাউন্সিলের সহযোগিতা প্রত্যাশা করলে বারবারা উইকহ্যাম সে বিষয়ে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।

এসময় অন্যদের মধ্যে রাবি ইনস্টিটিউট অব ইংলিশ এন্ড আদার ল্যাঙ্গুয়েজের পরিচালক অধ্যাপক মো. আতর আলী, ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক আব্দুল্লাহ আল মামুন, সেন্টার অব এক্সেলেন্স ইন টিচিং এন্ড লার্নিং-এর পরিচালক অধ্যাপক বিশ্বজিৎ চন্দ, জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক মো. মশিহুর রহমান, ঢাকাস্থ ব্রিটিশ কাউন্সিল টিচিং সেন্টারের ম্যানেজার জেমি মান, লাইব্রেরি ম্যানেজার সারওয়াত রেজা ও বিজনেস ডেভেলপমেন্ট কো-অর্ডিনেটর নাবিলা রহমান উপস্থিত ছিলেন।