খােলা বাজার২৪।। মঙ্গলবার, ৭ মার্চ ২০১৭: বলিউডের আলোচিত সিনেমা ‘বাহুবলী’। এই সিনেমা ব্যাপক জনপ্রিয়তা এনে দিয়েছে দক্ষিণী অভিনেতা রানা ডাগ্গুবতীকে। ‘বাহুবলী’র সিক্যুয়ালেও দেখা যাবে তাঁকে। যেহেতু তিনি এখন হিট, এজন্য তার ব্যক্তি জীবন নিয়ে যে দর্শকদের আগ্রহ থাকবে, এটা স্বাভাবিক।
সম্প্রতি বলিউড শোবিজে গুঞ্জন ওঠে তৃষা কৃষ্ণনের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন রানা। এতদিনে ফাঁস হল তাঁদের একটি অন্তরঙ্গ ছবি। যা এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।
গত শুক্রবার তামিল টিভি উপস্থাপক-গায়িকা সুচিত্রা কার্তিক তাঁর টুইটার অ্যাকাউন্টে রানার একটি ছবি শেয়ার করেছেন। যেখানে দেখা যাচ্ছে তৃষার গালে চুম্বন করছেন রানা। দু’জনেই বেশ ঘনিষ্ঠ অবস্থায় রয়েছেন।
কিন্তু ছবিটি ভাইরাল হওয়ার পর সুচিত্রা জানান, তাঁর সোশ্যাল অ্যাকাউন্ট হ্যাক হয়েছে। তিনি এমন কোনও ছবি পোস্ট করেননি।
তাঁর স্বামী ফেসবুকে বিবৃতি দিয়ে বলেছেন, ‘সুচির অ্যাকাউন্ট হ্যাক হয়েছিল। আমরা সেটি পুনরুদ্ধার করতে পেরেছি। গত কয়েকদিন ধরে যা পোস্ট হয়েছে তার কোনটাই সুচিত্রার করা নয়। আমরা এ ঘটনায় দুঃখিত। ব্যক্তিগত ভাবে ক্ষমা চাইছি।’
এ বিষয়ে এখনও মুখ খোলেননি রানা বা তৃষা। তবে প্রশ্ন উঠেছে অ্যাকাউন্ট হ্যাক হলে তা নিয়ে কেন পুলিশের সাইবার ক্রাইম শাখায় অভিযোগ দায়ের করেননি সুচিত্রা! ইন্ডিয়া ডটকম।