Fri. Sep 19th, 2025
Advertisements

খােলা বাজার২৪।। বুধবার, ৮ মার্চ ২০১৭: 14নারী-পুরুষ সমতায় উন্নয়নের যাত্রা বদলে যাবে বিশ্ব,কর্মে নতুন যাত্রা ”প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ৮ মার্চ আর্ন্তজাতিক নারী দিবস পালিত হয়েছে। বুধবার সকাল ১১টায় দিবসটি উপলক্ষে উপজেলা চত্বর থেকে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি উপজেলার গুরুত্বপূর্ন এলাকা প্রদক্ষিন শেষে একই স্থানে এসে মিলিত হয়। পরে উপজেলা পরিষদের হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ নাজমুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের , পৌর মেয়র আব্দুর রশিদ খান ঝালু , সহকারী কমিশনার (ভূমি) পাপিয়া সুলতানা ,নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফাছির উদ্দিন ,আওয়ামীলীগ নেত্রী রঞ্জনা রানী সহ গনমাধ্যম কর্মীরা ।
অন্যদিকে ৮মার্চ আর্ন্তজাতিক নারী দিবস উপলক্ষে বুধবার সকালে পৌর সভার উদ্দ্যোগে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে পৌর চত্বরে এসে মিলিত হয়। পরে সেখানে পৌর মেয়র আব্দুর রশিদ খান ঝালুর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, সংরক্ষিত মহিলা কাউন্সিলর ফিরোজা খাতুন, কাউন্সিলর শফিকুল ইসলাম, আঃ খালেক,হেলাল উদ্দিন ,সহকারী প্রকৌশলী আঃ মালেক,লাইসেন্স পরিদর্শক আহসান হাবিব সহ প্রমুখ।