Tue. Sep 23rd, 2025
Advertisements

Branch Shift Bishwanath, Sylhetখােলা বাজার২৪।। বুধবার, ৮ মার্চ ২০১৭: উন্নত ও আধুনিক গ্রাহক সেবা প্রদানের লক্ষ্যে শাখা স্থানান্তর কার্যক্রমের ধারাবাহিকতায় পূবালী ব্যাংক লিমিটেডের সিলেটের বিশ্বনাথ শাখাটি সম্প্রতি নতুন ভবনে নব আঙ্গিকে স্থানান্তর করা হয়েছে। এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংক লিমিটেড পরিচালনা পর্ষদের সম্মানিত চেয়ারম্যান হাবিবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিচালনা পর্ষদের পরিচালক মনিরউদ্দিন আহমদ। সভাপতিত্ব করেন পূবালী ব্যাংক লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ আব্দুল হালিম চৌধুরী। এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক ও চিফ টেকনিক্যাল অফিসার মোহাম্মদ আলী এবং সিলেট প্রিন্সিপাল অফিসের মহাব্যবস্থাপক এ এস সিরাজুল হক চৌধুরী।

প্রধান অতিথি ব্যাংকের চেয়ারম্যান হাবিবুর রহমান তাঁর বক্তব্যে বলেন, পূবালী ব্যাংক লিমিটেড অতি দ্রুত সময়ে সর্বোত্তম এবং আধুনিক ব্যাংকিং সেবা প্রদানের জন্য সম্মানিত গ্রাহকদের নিকট প্রতিজ্ঞাবদ্ধ। এরই ধারাবাহিকতায় এবং গ্রাহকদের চাহিদা পূরণে পূবালী ব্যাংক তার সিলেটের বিশ্বনাথ শাখাটি নতুন ভবনে স্থানান্তর করেছে। তিনি আশা প্রকাশ করেন, এই শাখার মাধ্যমে পূবালী ব্যাংক আধুনিক তথ্য প্রযুক্তির সমন্বয়ে উন্নততর গ্রাহক সেবা প্রদান করে যাবে।

ব্যবস্থাপনা পরিচালক মোঃ আব্দুল হালিম চৌধুরী বলেন, বাংলার ঐতিহ্যকে ধারণ করে ১৯৫৯ সাল থেকে গ্রাহকদের সর্বোত্তম ব্যাংকিং সেবা প্রদান করে চলেছে পূবালী ব্যাংক। গ্রাহক সেবা বৃদ্ধির জন্য এবং ব্যাংকের আধুনিক সেবা পৌঁছে দিতে পূবালী ব্যাংক তার বিশ্বনাথ শাখাটি নতুন ভবনে স্থানান্তর করেছে। তিনি আশা প্রকাশ করেন, বিশ্বনাথ শাখা অত্র এলাকার শিল্পবিকাশে ও ব্যবসা-বাণিজ্য উন্নয়নে উল্লেখযোগ্য অবদান রাখতে সক্ষম হবে।