Wed. Sep 17th, 2025
Advertisements

45খােলা বাজার২৪।। বুধবার, ৮ মার্চ ২০১৭:   নারী পুরুষ সমতায় উন্নয়নের যাত্রা, বদলে যাবে বিশ্ব কর্মে নতুন মাত্রা, এই প্রতিপাদ্য নিয়ে মৌলভীবাজারে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করেছে জেলা প্রশাসন ও পৌরসভা।
বুধবার (৮ মার্চ) সকাল সাড়ে ১০টায় মৌলভীবাজার জেলা প্রশাসক কার্যালয় থেকে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে একটি র‌্যালী নিয়ে শহরে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এসে শেষ হয়।
র‌্যালী শেষে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে, জেলা প্রশাসক ও জেলা মহিলা বিষয়ক অফিসারের কার্যালয় এর আয়োজনে ও জাস্টিস ফর অল মৌলভীবাজার সিলেট যুব একাডেমীর সহযোগিতায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্টিত হয়। শিশু বিষয়ক কর্মকতা মো জসিম আহমদ এর পরিচালনায় ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আশরাফুর রহমান এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো: তোফায়েল ইসলাম, বিশেষ অতিথি ছিলেন সাবেক সাংসদ সদস্য বেগম হুসনেয়ারা ওয়াহিদ, সিভিল সার্জন ডা: সত্যকাম চক্রবর্তী ।

অভিন্ন কর্মসুচি হিসেবে র‌্যালী ও আলোচনা সভা করেছে মৌলভীবাজার পৌরসভা। সকাল ১১ টায় শহরে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে পৌরসভার সম্মেলন কক্ষে এসে শেষ হয় । এ সময় উপস্থিত ছিলেন মৌলভীবাজার পৌর মেয়র মো: ফজলুর রহমানসহ বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলরবৃন্দ উপস্থিত ছিলেন।