Wed. Apr 30th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

71খােলা বাজার২৪।। বৃহস্পতিবার, ৯ মার্চ ২০১৭: লালমনিরহাটে শুরু হয়েছে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস কাবাডি প্রতিযোগিতা।গতকাল জেলা পুলিশের ব্যবস্থাপনা ও জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে পুলিশ লাইন্স মাঠে প্রতিযোগিতার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি লালমনিরহাট পুলিশ সুপার এসএম রশিদুল হক।অতিরিক্ত পুলিশ সুপার এমএন নাসিরুদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সহকারী সিনিয়র পুলিশ সুপার লিজা বেগম,শহীদ সোহরাওয়াদী,জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক আবু হায়াত খন্দকার লেলিন।এ সময় অন্যানের মধ্যে সদর থানার ওসি রফিকুল হক,কালীগঞ্জ থানার ওসি মকবুল হোসেনসহ পুলিশের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।উদ্বোধনী খেলায় লালমনিরহাট সদর কাবাডি দল ৭৩-১৯ পয়েন্টে কালীগঞ্জ কাবাডি দলকে হারায়।প্রতিযোগিতায় জেলার ৫টি কাবাডি দল অংশ নিচ্ছে।