খােলা বাজার২৪।। শুক্রবার, ১০ মার্চ ২০১৭: মুন্সীগঞ্জে বিদেশী পিস্তল, ৬ রাউন্ড গুলি, ১টি ম্যাগজিন ও পিস্তলের খাপ সহ তিনজকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলো মধ্যকোর্টগাও গ্রামের ভাড়াটিয়া রশিদ মাস্টার ছেলে মিন্টু (৩৮), মন্ডলবাড়ীর কায়কোবাদ মন্ডলের ছেলে মো: রবিন (২৭) একই গ্রামের শাহজাহান মোল্লার ছেলে সুজন (২৮)।
সদর থানার অফিসার ইনচর্জ মো: ইউনুচ আলীর নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ভিটি শিলমন্দির লাবলূ খানের বাড়িতে অপারেশন অফিসার সাইফুল ইসলাম সবুজ, তদন্ত ওসি মফিজুর রহমানসহ সঙ্গীয় ফোর্স রেড দিয়ে অভিযান চালিয়ে মিন্টু, রবিন ও সুজনকে বিদেশী পিস্তল-গুলিসহ গ্রেফতার করা হয়েছে। ৭ বছরের সাজাপ্রাপ্ত ও মার্ডার মামলার আসামী এমন অভিযোগও পাওয়া গেছে।
তবে মিন্টু দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা করে আসছে বলে অভিযোগ রয়েছে। সে মুন্সীগঞ্জ সরকার লোকদের ছত্রছায়ায় চলেন বলেও অভিযোগ রয়েছে। বিভিন্ন মামলা রয়েছে বলেও অভিযোগ আছে। দক্ষিন কোর্টগাও এলাকায় একটি ছেলেকে কুপিয়ে জখম করার অপরাধে মামলা হয় এবং সেই মামলার পরে বিদেশে চলে যায়। দেড় বছর পূর্বে দেশে এসে তার অস্ত্র ও মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছিল। মিন্টুর বাড়ী চাদপুর এলাকায়। তার বাবা মুন্সীগঞ্জে চাকুরীর সুবাদে আসে। সেই ধরেই মিন্টু কোর্টগাও এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করে আসছে।
এ বিষয়ে সদর থানার অপারেশন অফিসার সাইফুল ইসলাম জানান গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিদেশী পিস্তল, গুলি ও ম্যাগজিনসহ ৩জনকে গ্রেফতার করা হয়েছে। তবে পূর্বে তাদের বিরুদ্ধে মামলা রয়েছে কিনা তা তদন্ত করে জানাবেন বলে জানান তিনি। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হবে।