Thu. May 1st, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪।। শুক্রবার, ১০ মার্চ ২০১৭:  18মুন্সীগঞ্জ সিরাজদিখানে শুক্রবার সমাজে সততা-নিষ্ঠাবোধ সৃষ্টি এবং দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে রুখবো দুর্নীতি গড়বো দেশ হবে সোনার বাংলাদেশ এই শ্লেগানে জাতীয় কর্মসূচির অংশ হিসেবে উপজেলার রাজদিয়া অভয় পাইলট উচ্চ বিদ্যালয়, ইছাপুরা মডেল ইচ্চ বিদ্যালয়,ছাতিয়াতলী উচ্চ বিদ্যালয়, রাজদিয়া আব্দুল জব্বার বালিকা উচ্চ বিদ্যালয়, রশুনিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়, সিরাজদিখান উচ্চ বিদ্যালয়সহ উপজেলার ৩৮ স্কুল, মাদ্রাসার শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ২৪ হাজার শিক্ষার্থীরা সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত একযোগে দুর্নীতিবিরোধী শপথবাক্য পাঠ, মানববন্ধন এ কর্মসূচি পালন করেন।

প্রথমে ইছাপুরা মডেল উচ্চ বিদ্যালয় মাঠ থেকে শিক্ষার্থীদের দুর্নীতিবিরোধী শপথবাক্য পাঠ করানো হয় পরে শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রা শেষে অনুষ্ঠিত হয় মানববন্ধন ও সমাবেশে। সিরাজদিখান উপজেলা প্রশাসন ও উপজেলার ৩৮ স্কুল মাদ্রাসার শিক্ষার্থীরা যৌথভাবে সমন্বয়ের মধ্যেএই কর্মসূচির আয়োজন করা হয়েছে। সিরাজদিখান উপজেলা নির্বাহী কর্মকর্তা তানবীর মোহম্মদ আজিমের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন সিরাজদিখান উপজেলা পরিষদ চেয়ারম্যান মহিউদ্দিন আহম্মেদ । বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার(ভ’মি) মোঃ নজরুল ইসলাম, সিরাজদিখান উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আব্দুল মজিদ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আঃ মতিন হাওলাদার, সিরাজদিখান উপজেলা প্রেসক্লাব সাধারণ সম্পাদক সুব্রত দাস রনক, সিরাজদিখান উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক এম এ আজিজ, সিরাজদিখান উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ সভাপতি ছামসুল হক,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল কাইয়ুম খান, উপজেলা নির্বাচন অফিসার সৈয়দ আফজাল আহম্মেদ, উপজেলা যুবউন্নয়ন কর্মকর্তা ডলি রানী নাগ, সততা সংঘের সদস্যসহ নবম ও দশম শ্রেণির ছাত্র ও ছাত্রী। মানববন্ধন কর্মসূচিতে প্রায় ২৪ হাজার শিক্ষার্থী অংশ নেয়। এ ছাড়াও দুর্নীতিবিরোধী শোভাযাত্রা, মানববন্ধন ও সমাবেশে একাত্মতা প্রকাশ করেন বিভিন্ন স্কুল ও মাদ্রাসা থেকে শিক্ষক এবং সুশিল সমাজের সদস্যরা।