Tue. Sep 16th, 2025
Advertisements

খােলা বাজার২৪।। শুক্রবার, ১০ মার্চ ২০১৭:  20সুনামগঞ্জের জামালগঞ্জ ১০ লিটার দেশী চুলাই মদ ও ১ শত লিটার মদ তৈরীরর উপকরণ ওয়াশ পানিয় উদ্ধার করেছে জামালগঞ্জ থানা পুলিশ।
পুলিশ সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ভীম খালি ইউনিয়নের গোলামী পুর গ্রামের মৃত মন্টুর বিদাশের ছেলে সুবল রবি দাস ও রতন রবি দাস এর বাড়ী থেকে মদ ও উপকরণ গভীর রাতে উদ্ধার করা হয়। জামালগঞ্জ থানার এস আই আরিফ রব্বানী সঙ্গীয় ফোর্স নিয়ে গতকাল শুক্রবার রাতে গোলামীপুরের সুবল রবি দাস ও রতন রবি দাস এর বাড়ী থেকে মদ ও উপকরণ করে জামালগঞ্জ থানায় নিয়ে আসেন। এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে এস আই আরিফ রব্বানী বাদী হয়ে জামালগঞ্জ থানায় মামলা দায়ের করেন, মামলা নং-০৭. তারিখ-০৯.০৩.২০১৭। এব্যাপারে জামালগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আবুল হাসেম বলেন, আমার থানা এলাকা জামালগঞ্জে অবৈধ ভাবে মাদক সেবন ও বিক্রেতা নিষিদ্ধ করেছি। মাদক সেবন ও অবৈধ ব্যবসায়ীদের সাথে কোন আপোষ নেই। ইতো মধ্যে এসব অবৈধ মাদকের উপর নিষেধাঞ্জা করেছি এগুলোর সাথে যারা জড়িত থাকবে তাদের কে আইনের আওতায় আনা হবে ।