Thu. May 1st, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪।। শুক্রবার, ১০ মার্চ ২০১৭:  22সারা দেশের ন্যায় শেরপুরের ঝিনাইগাতী উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের উদ্দোগে আজ শুক্রবার সকাল ১০ টায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে “জাতীয় দুর্যোগ প্রস্তুতি” দিবসটি পালিত হয়েছে। “দুর্যোগের প্রস্তুতি সারাক্ষণ আনবে টেকসই উন্নয়ন” এ প্রতিপাদ্যকে সামনে রেখে ঝিনাইগতী উপজেলা প্রশাসন দিবসটি পালনের আয়োজন করে। দিবসটি পালন করার জন্য সহযোগীতা করেন এনজিও প্রতিষ্ঠান বাংলাদেশ ওয়ার্ল্ড ভিশন, কারিতাস ও রাজনৈতিক ও সমাজের নেতৃস্থানীয় লোকজন। সকাল ১০ টায় ঝিনাইগাতী উপজেলা চত্বর থেকে এক বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। র‌্যালী শেষে উপজেলা পরিষদ চত্ত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আজিজুর রহমান, সহকারী প্রকৌশলী মো. সানি, পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশন কর্মকর্তা অশোক কুমার সরকার, এডিপি’র অর্থ বিষয়ক কর্মকর্তা মো. সাখাওয়াত হোসেন সরকারসহ বিভিন্ন পেশার লোকজন উপস্থিত ছিলেন। উক্ত আলোচনা সভায় প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আজিজুর রহমান, জাতীয় দূর্যোগ প্রস্তুতি দিবসকে উল্লেখ্য করে দূর্যোগ মোকাবেলার পূর্ব প্রস্তুতি বিষয়ের দিক তুলে ধরে বিভিন্ন কলাকৌশল সম্পর্কে আলোকপাত করেন। এছাড়া বক্তব্য শেষে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে চিত্রাঙ্গন প্রতিযোগীতা হয়। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।