খােলা বাজার২৪।। রবিবার, ১২ই মার্চ ২০১৭: স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ-এর ইংরেজি বিভাগের সাহিত্য এবং সাংস্কৃতিক সংগঠন স্ট্রেবার্ড-এর এক যুগ পূর্তি উপলক্ষে গতকাল (১১ মার্চ, ২০১৭) এক আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. এম. ফিরোজ আহমেদ এবং বিশেষ অতিথি হিসেবে ছিলেন বোর্ড অব ট্রাস্টির সদস্য ড. ফারহানাজ ফিরোজ। অনুষ্ঠানে বিশেষ বক্তা ছিলেন বিশিষ্ট অভিনেতা এবং নির্দেশক আতাউর রহমান এবং নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের প্রফেসর আব্দুস সেলিম।
উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইংরেজি বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. ওয়ালিউল ইসলাম। আলোচনা অনুষ্ঠান শেষে স্ট্রেবার্ড-এর সদস্যরা একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপস্থাপন করে। অনুষ্ঠান শেষে ছাত্র-ছাত্রীদের হাতে সার্টিফিকেট তুলে দেন সংগঠনের প্রধান সমন্বয়ক এবং ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক জাকিয়া নুর মতিন।