Fri. Sep 19th, 2025
Advertisements
1খােলা বাজার২৪।। রবিবার, ১২ই মার্চ ২০১৭: ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউটের দাবিতে শিক্ষার্থীদের ডাকা ধর্মঘটের ২য় দিনে নীলক্ষেত মোড় অবরোধ করবে শিক্ষার্থীরা।
১৩ মার্চ ২০১৭ তারিখ সকাল ১০টা থেকে গার্হস্থ্য অর্থনীতি কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউটের দাবিতে নীলক্ষেত মোড়ে অবস্থান নেবে শিক্ষার্থীরা। গার্হস্থ্য অর্থনীতি কলেজটি প্রতিষ্ঠার পর থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভূক্ত আছে। বেশ কয়েক বছর ধরেই কলেজটিকে ইনস্টিটিউট করার দাবি করে আসছেন সাধারণ শিক্ষার্থীরা।এই আন্দোলনের ধারাবাহিকতায় ২০১৬ সালে ২১শে সেপ্টেম্বর কলেজের অধ্যক্ষ, বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান অনুষদের ডীন, উপাচার্য ও শিক্ষামন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ করা হয়। এরপর ৪ঠা অক্টোবর নীলক্ষেত মোড় টানা ৯ ঘন্টা অবরোধের পর শিক্ষামন্ত্রীর সাথে পলাশিতে ব্যানবেইসে দেখা করেন আন্দোলনরত শিক্ষার্থীরা।শিক্ষামন্ত্রী দাবির বিষয়ে খতিয়ে দেখার জন্য শিক্ষা সচিবকে প্রধান করে একটি কমিটি গঠন করেন। এই কমিটিতে আন্দোলনে নেতৃত্বদানকারী শিক্ষার্থীরাও ছিল।৬মাস পার হয়ে গেলেও এই কমিটি একটি রিপোর্টও পেশ করতে পারেনি দু’টো মিটিং ছাড়া।সাধারণ শিক্ষার্থীদের অভিযোগ সময় ক্ষেপনের মাধ্যমে আন্দোলনকে থামিয়ে দেয়া হচ্ছে।গত ৯মার্চ ১ম বর্ষের শিক্ষার্থীরা পরীক্ষা বর্জন করেছে এবং অনির্দিষ্টকালের জন্য ছাত্র ধর্মঘট ডেকেছে। তারই কর্মসুচি হিসেবে আগীকাল ১৩ মার্চ নীলক্ষেত মোড় অবরোধ করবে সাধারণ শিক্ষার্থীরা।