খােলা বাজার২৪।। বৃহস্পতিবার, ১৬ মার্চ ২০১৭: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মীজানুর রহমান বলেছেন, পুঁথিগত শিক্ষা হয়তো ভালো ফলাফল পেতে সাহায্য করে। কিন্তু পরিপূর্ণ মানুষ হতে হলে খেলাধুলা ও সাংস্কৃতির বিকল্প নেই। আর এসবে শিক্ষার্থীদের যতো বেশি সম্পৃক্ত করা যাবে, তাতে তাদের মাদকাসক্ত ও জঙ্গি হওয়ার সম্ভাবনা কমে যাবে। তিনি আরো বলেন, বেশি সমাজ, সভ্যতার বিকাশ ঘটাতে হলে শিক্ষার কোন বিকল্প নেই। তবে সেই শিক্ষা হতে হবে জনকল্যাণমুখি। আর বর্তমান সরকার সেই শিক্ষার প্রসার ঘটানোর জন্য দেশ এগিয়ে নিচ্ছে। বৃহস্পতিবার বিকেলে চাঁদপুরের ফরক্কাবাদ ডিগ্রি কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রধান অতিথি ফরাক্কাবাদ ডিগ্রি কলেজের কর্মকান্ড ও এর ক্যাম্পাস দেখে মুগ্ধতা প্রকাশ করেন। এর আগে বিকেলে অনুষ্ঠানের উদ্বোধন করেন চাঁদপুর জেলা পরিষদের চেয়ারম্যান¡ ওচমান গণি পাটওয়ারী।
কলেজের প্রতিষ্ঠাতা ও সভাপতি এবং বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির ত্রান ও সমাজ কল্যান সম্পাদক সুজিত রায় নন্দীর সভাপতিত্বে সম্মানিত অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র নাছির উদ্দিন আহমেদ ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে আগত বিভিন্ন বিভাগের অধ্যাপকবৃন্দ।
কলেজের অধ্যক্ষ ড. মো. হাসান খানের পরিচালনায় বিশেষ অতিথি বক্তব্যে রাখেন জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যডা. বিণয় ভূষন মজুমদার, সাধারণ সম্পাদক মুজিবুর রহমান ভূইয়া, সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা জাকির হোসেন মারুফ, কামরুল হাসান রিপন, সুপ্রিমকোর্টের সিনিয়র আইনজীবী জাহাঙ্গীর আলম খান, বাগাদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বেলায়েত হেসেন গাজী বিল্লাল, বালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. তাজুল ইসলাম, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক পারভেজ করিম বাবু প্রমুখ। এসময় অন্যান্য অতিথি ও কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এর আগে ড. মীজানুর রহমান সদর উপজেলার বিষ্ণুপুরে এসোসিয়েশন ফর ল’ রিচার্জ এন্ড হিউম্যান রাইট্স (এলার্ট) চাঁদপুর জেলা শাখার আয়োজনে ‘স্বাধীনতা সুরক্ষা ও জাতীয় উন্নয়নে করণীয়’ বিষয়ক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন।