Tue. Sep 16th, 2025
Advertisements

খােলা বাজার২৪।। শুক্রবার, ১৭ মার্চ ২০১৭: 9বেকার যুবকদের আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে কর্মসংস্থান ব্যাংক এবং টিভিএস অটো বাংলাদেশ লি. এর মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। বুধবার (১৫ মার্চ) দুপুর দেড়টায় টিভিএস অটো বাংলাদেশ লিমিটেডের প্রধান কার্যালয়ে এ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

কর্মসংস্থান ব্যাংকের চেয়ারম্যান পরীক্ষিৎ দত্ত চৌধুরীর উপস্থিতিতে চুক্তিতে টিভিএস অটোর ব্যবস্থাপনা পরিচালক জে. একরাম হুসাইন ও কর্মসংস্থান ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. আবদুর রউফ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কর্মসংস্থান ব্যাংকের মহাব্যবস্থাপক (অপারেশনস) মো. আব্দুল মান্নান ও টিভিএস অটো বাংলাদেশ লি. এর সিইও বিপ্লব কুমার রায়।

আরও উপস্থিত ছিলেন টিভিএস অটোর উপদেষ্টা আনছার আলী খান, বিজনেস হেড (থ্রি হুইলার) সাইদ সাজ্জাদুল ইসলাম, বিজনেস হেড (টু হুইলার) মৃগেন ব্যানার্জী ও কর্মসংস্থান ব্যাংকের মহাব্যবস্থাপক (হিসাব) এমএইচএম আলি করিমসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।

বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে দেশের জনগণের পাশে থেকে উন্নত সেবা নিশ্চিত করা দুটি প্রতিষ্ঠানের লক্ষ্য।