Thu. Sep 18th, 2025
Advertisements

খােলা বাজার২৪।। শুক্রবার, ১৭ মার্চ ২০১৭:  49নীলফামারীর ডিমলা উপজেলার খগা খড়িবাড়ী ইউনিয়নের বন্দর খড়িবাড়ী (উত্তর বাড়ী) গ্রামের মৃত্যঃ আব্দুর রাজ্জাক ডাঃ এর চর্তুথ পুত্র,ঢাকা মহানগর আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা গোলাম রাব্বী রাজু (৬৩) গত ১৬ মার্চ বৃহ¯প্রতিবার দুপুর ১.৩০ মিনিটে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে হৃদ রোগ আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না নিল্লাহি……রাজীউন)
শুক্রবার বিকাল ৩টায় উপজেলার খগা খড়ি বাড়ী স্পেশাল স,প্রা,বি মাঠে রাষ্ট্রীয় মর্যাদায় মরহুমের জানাযা নামাজ অনুষ্ঠিত হয়।
জানাযা নামাজে অংশ গ্রহন করেন নীলফামারী-১ এর সাংসদ বীর মুক্তিযোদ্ধা মোঃ আফতাব উদ্দিন সরকার,নীলফামারী জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ জয়নাল আবেদীন ,জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সহকারী ডিপুটি কমান্ডার আলহাজ্ব আশরাফ আলী,ডিমলা উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ তবিবুল ইসলাম,উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মোঃ সহিদুল ইসলাম,উপজেলা যুব লীগের সাধারন সম্পাদক মোঃ আনোয়ারুল সরকার মিন্টু,উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ সামছুল হক,উপজেলা নির্বাহী অফিসার মোঃ রেজাউল করিম,ডিমলা থানার অফিসার ইনচার্জ মোঃ মোয়াজ্জেম হোসেন,এ্যাড.মনোয়ার হোসেন সহ মুক্তিযোদ্ধা, শিক্ষক,সাংবাদিক,বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মি,জনসাধারন । তার আকষিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে,সে খুব পর উপকারী ব্যাক্তি ছিলেন, তিনি মৃত্যুকালে স্ত্রী ,এক পুত্র ,এক কন্যা সহ অসংখ্য বন্ধু বান্ধব গুন গ্রাহী রেখে গেছেনম।
মরহুমের রাষ্ট্রীয় মর্যাদায় জানাযা শেষে তার পারিবারিক কবর স্থানে দাফন করা হয়েছে ।