খােলা বাজার২৪।। শনিবার, ১৮ মার্চ ২০১৭: ছাতকে মনিপুরী স¤প্রদায়ের ধর্মীয় অনুষ্ঠান শ্রীকৃষ্ণের ৫৪তম বসন্ত রাসলীলা ধনীটিলা চৈতন্য মহাপ্রভুর আখড়ায় শুক্রবার রাতে অনুষ্ঠিত হয়েছে। রাসলীলা উপলক্ষে অনুষ্ঠিত ধর্মীয় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, মনিপুরী সমাজকল্যাণ পরিষদ কেন্দ্রিয় কমিটির সাধারন সম্পাদক কমলা বাবু সিংহ। সমরজিত শর্ম্মার সভাপতিত্বে ও রাসলীলা উদযাপন কমিটির সদস্য সচিব মিলন সিংহের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, মনিপুরী সমাজকল্যাণ পরিষদ কেন্দ্রিয় কমিটির সহ-সভাপতি স্বপন কুমার সিংহ, ইউপি সদস্য লাল মিয়া, বিজিবির নায়েক মনিরুজ্জামান। বক্তব্য রাখেন, পুজা উদযাপন কমিটির সভাপতি নিশি কান্ত সিংহ, মনিপুরী সমাজকল্যাণ পরিষদ ধনীটিলা শাখার সাধারন সম্পাদক ব্রজেন্দ্র সিংহ, রাসলীলা উদযাপন কমিটির সদস্য পরিমল সিংহ, ঢাকা নাট্যকলার সদস্য কুঞ্জ কুমার সিংহ, বিদান সিংহ প্রমুখ। সভায় মনিপুরী আন্তঃফুটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ান ধনীটিলা ফুটবল দলকে সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান করা হয়। রাতে অনুষ্ঠিত হয় ঐতিহ্যবাহী মনিপুরী নৃত্য।