Mon. Sep 22nd, 2025
Advertisements

খােলা বাজার২৪।। সোমবার, ২০ মার্চ ২০১৭: 38আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেছেন, বিএনপি-জামায়াতের মদদেই সাম্প্রতিক সময়ে জঙ্গি হামলা হয়েছে। সরকারকে বিব্রত করতেই এসব ষড়যন্ত্র হচ্ছে।

সোমবার দুপুরে সিলেটে সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে অনুষ্ঠিতব্য আওয়ামী লীগের বিভাগীয় কর্মী সমাবেশ স্থল পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।
খালেদা জিয়ার মামলা প্রসঙ্গে হানিফ বলেন, খালেদা জিয়া এতিমদের টাকা আত্মসাত করেছেন, দুর্নীতি করেছেন। তার অপকর্মের জন্য নিজেই ফেঁসেছেন। তার শাস্তি হবে। আইনেই ঊর্ধ্বে কেউ নন। তার সাজা হলে নির্বাচনে অযোগ্য বিবেচিত হবেন। এটা তার ব্যক্তিগত সমস্যা, এখানে সরকারের কোনো হাত নেই।

তিনি বলেন, পদ্মাসেতু নিয়ে দেশী-বিদেশী ষড়যন্ত্র হয়েছে। এ নিয়ে মিথ্যা গল্প ফাঁদার নেপথ্যে ষড়যন্ত্রকারীদের চিহ্নিত করতে হাইকোর্ট সময় বেঁধে দিয়েছেন। আশা করি, তদন্তের মাধ্যমে ষড়যন্ত্রকারীদের বের করে শাস্তির আওতায় নিয়ে আসা হবে।

এসময় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, মিসবাহউদ্দিন সিরাজ, সিলেট মহানগর সভাপতি বদরউদ্দিন আহমদ কামরান, জেলা সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরীসহ স্থানীয় আওয়ামী লীগ নেতারা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, আগামী ২২ মার্চ আলিয়া মাদ্রাসা মাঠে আওয়ামী লীগের সিলেট বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত হবে।