খােলা বাজার২৪।। বুধবার, ২২ মার্চ ২০১৭: পঞ্চগড়ে শুরু হয়েছে তিন দিনব্যাপি সাংবাদিকতায় বুনিয়াদি প্রশিক্ষণ। আজ বুধবার সকালে পঞ্চগড় প্রেসক্লাবের উদ্যোগে বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের (পিআইবি) এই কর্মশালার আয়োজন করে। পঞ্চগড় সার্কিট হাউজ মিলানয়তনে অনুষ্ঠিত কর্মশালার উদ্বোধন করেন পঞ্চগড়ের জেলা প্রশাসক অমল কৃষ্ণ মন্ডল। পঞ্চবার্তার সম্পাদক আলমগীর জলীলের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে পুলিশ সুপার গিয়াস উদ্দীন আহামেদ এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান ড. প্রদীপ কুমার পান্ডে বিশেষ অতিথি ছিলেন। স্বাগত বক্তব্য দেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সফিকুল আলম ও পিআইবির সহকারী প্রশিক্ষক নাসিমূল আহসান। প্রশিক্ষন কর্মশালায় জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার ৩৫ জন সংবাদকর্মী অংশ নেয়।