Tue. Sep 16th, 2025
Advertisements

28kখােলা বাজার২৪।। বৃহস্পতিবার , ২৩ মার্চ ২০১৭: ন্যায় বিচারের প্রতীক নারী ‘মূর্তি’ হতে পারে না বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করীম। তিনি বলেছেন, শতকরা ৯০জন মুসলমানের দেশে সর্বোচ্চ আদালতের সামনে গ্রিক দেবীর মূর্তি স্থাপন করা হয়েছে। এ মূর্তি অপসারণ করতেই হবে।

বুধবার (২২ মার্চ) সন্ধ্যায় বরগুনা সাহাপট্টি সিদ্দিক স্মৃতিমঞ্চের এক সমাবেশে তিনি এসব কথা বলেন। সমাবেশে চরমোনাই পীর আরও বলেন, বর্তমান সরকার নির্বাচনি ইশতিহারে শরিয়াত বিরোধী আইন প্রণয়ন করবে না বলে ঘোষণা দিয়েছিল। তারা সে কথা না রেখে মোনাফেকের পরিচয় দিয়েছে। শান্তির পক্ষে কাজ করছে ইসলামী আন্দোলন। আমরা সন্ত্রাস ও জঙ্গিবাদে নেই।

ইসলামী আন্দোলনের বরগুনা জেলার সভাপতি অ্যাডভোকেট মো. মোশারেফ হোসেন বিশ্বাসের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন দলটির কেন্দ্রীয় নেতা আ. রশিদ, অধ্যাপক আশরাফ আলী আকবর, অধ্যাপক মাওলানা মুফতি মাহবুবুর রহমান প্রমুখ।