খােলা বাজার২৪।। বৃহস্পতিবার , ২৩ মার্চ ২০১৭: পঞ্চগড়ে ডিপ্লোমা ইউনানী আয়ুর্বেদিক চিকিৎসকদের সরকারি চাকরির দাবীতে শান্তিপূর্ণ মানববন্ধন কর্মসুচী পালন করেছে আয়ুর্বেদিক চিকিৎসকরা।
আজ বৃহস্পতিবার দুপুরে পঞ্চগড় শহরের চৌরঙ্গী মোড়ে ঘন্টাব্যাপী মানবন্ধন কর্মসুচীর আয়োজন করে পঞ্চগড় ইউনানী মেডিক্যাল কলেজ হাসপাতাল। মানববন্ধনে ডিপ্লোমা ইউনানী আয়ুর্বেদিক চিকিৎসকরা অংশ নেন।
এসময় বক্তব্য রাখেন, পঞ্চগড় ইউনানী মেডিক্যাল কলেজ হাসপাতালের অধ্যক্ষ হামিক মোঃ কামাল হোসেন, হাকিম মোঃ আলমগীর হোসেনসহ ইউনানী আয়ুর্বেদিক চিকিৎসকরা । বক্তারা ডিপ্লোমা ইউনানী আয়ুর্বেদিক চিকিৎসকদের সরকারী চাকুরীর দাবী জানান।