খােলা বাজার২৪।। বৃহস্পতিবার , ২৩ মার্চ ২০১৭: সুনামগঞ্জ জেলা পরিষদের প্রশাসক আলহাজ্ব নুরুল হুদা মুকুট বলেছেন, সু-শিক্ষিত জাতিই দেশের ভবিষ্যৎ কান্ডারী। প্রত্যক শিক্ষার্থীকে প্রযুক্তি নির্ভর ও নৈতিক শিক্ষায় শিক্ষিত হয়ে গড়ে উঠলে দেশের ভবিষ্যৎ নেতৃত্ব নিশ্চিত হবে। পাশাপাশি শারীরীক ও মানষিক বিকাশে খেলাধুলারও প্রয়োজনীতা রয়েছে। একজন ভালো খেলোয়াড়ও দেশের জন্য গৌরব বয়ে আনতে পারে। শিক্ষা ও খেলাধুলাকে প্রতিযোগিতামুলক করে গ্রহনের জন্য শিক্ষার্থীদের প্রতি তিনি পরামর্শ দেন। শিক্ষার্থীদের উদ্দেশ্য করে তিনি আরো বলেন, তোমাদের মাঝেই লুকিয়ে রয়েছে এ দেশের ভবিষ্যৎ। দেশের নেতৃত্ব গ্রহনের জন্য তোমাদেরকেই প্রস’ত হয়ে উঠতে হবে। বিদ্যালয়ের শিক্ষক ও ম্যানেজিং কমিটির দাবীর প্রেক্ষিতে তিনি বিদ্যালয়ের মাঠ পাকাকরন, প্রধান ফটক নির্মান, নতুন ৩টি শ্রেনী কক্ষের আসবাবপত্র ও বিদ্যালয়ে শহীদ মিনার নির্মানসহ সকল দাবী পর্যায়ক্রমে পুরনের ঘোষনা দেন তিনি। বৃহস্পতিবার বিকেলে বিদ্যালয় প্রাঙ্গনে ছাতক বহুমুখী মডেল হাইস্কুলের বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নুরুল হুদা মুকুট এসব কথা বলেন। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য শামীম আহমদ চৌধুরীর সভাপতিত্বে এবং শিক্ষক অজয় কৃষ্ণ পাল ও শিক্ষার্থী ফারিয়া ইসলাম টিপলার যৌথ পরিচালনায় অনুষ্ঠিত পুরস্কার বিতরণী সভায় বিশেষ অতিথির বক্তব্যে ছাতক পৌরসভার মেয়র আবুল কালাম চৌধুরী বিদ্যালয়ের শ্রেনী কক্ষের জন্য ৪০ টি সিলিং ফ্যান প্রদানের ঘোষনা দেন। এ ছাড়া বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আ.লীগের আহবায়ক আলহাজ্ব আবরু মিয়া তালুকদার, সুনামগঞ্জ জেলা পরিষদের সদস্য আজমল হোসেন সজল, প্যানেল মেয়র তাপস চৌধুরী, ইউপি চেয়ারম্যান দেওয়ান পীর আব্দুল খালেক রাজা, সাইফুল ইসলাম, বাগবাড়ী মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি, আ.লীগ নেতা শাহীন চৌধুরী, দোয়ারা আ.লীগের যুগ্ম আহবায়ক শামীমুল ইসলাম শামীম, যুক্তরাজ্য প্রবাসী আব্দুল আলী। বক্তব্য রাখেন, পৌর কাউন্সিলর ধন মিয়া, সুদীপ দে, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য হাজী মখলিছুর রহমান মুকুল, সামছুদ্দিন মিয়া, মিছবাহ উদ্দিন, শিক্ষক দেলোয়ার হোসেন খান, আ.লীগ নেতা কল্যানব্রত দাস প্রমুখ। সভায় প্রধান অতিথি ও বিশেষ অতিথিদের ক্রেষ্ট প্রদান করেন স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি শামীম আহমদ চৌধুরী। তিনি তার ব্যক্তিগত অর্থায়নে বিদ্যালয়ের শিক্ষক ও ম্যানেজিং কমিটির সদস্যদের হাতে ডায়রী এবং ৫জন কৃতি শিক্ষার্থীকে পুরস্কার প্রদান করেন। সভা শেষে সকল বিজয়ী শিক্ষর্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। পরে বেতার ও টেলিভিশনের শিল্পীদের পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।