Thu. Sep 18th, 2025
Advertisements

53খােলা বাজার২৪।। বৃহস্পতিবার , ২৩ মার্চ ২০১৭: মুন্সীগঞ্জের মীরকাদিম পৌরসভার মিল্কিপাড়া এলাকার ফ্রেন্ডস ফিশিং নেট কারখানা থেকে ৬ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টা থেকে বিকাল ৪টা পর্যন্ত নির্বাহী ম্যাজিষ্ট্রেট মাহমুদুর রহমানের নেতৃত্বে পরিচালিত অভিযানে এসব জাল জব্দ করা হয়।
উপজেলা মৎস্য কর্মকর্তা মো: ফারুক হোসেন জানান, বৃহস্পতিবার সকালে মীরকাদিম বাজার এলাকায় অবৈধ জাল কারখানায় অভিযান চালানো হয়। ফ্রেন্ডস ফিশিং নেট কারখানা থেকে অবৈধ ৬টি মেশিন এবং ৬লাখ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য ৩ লাখ টাকা। কারখানাটিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।