Tue. Sep 23rd, 2025
Advertisements
hortal1খােলা বাজার২৪।। শুক্রবার, ৩১ মার্চ ২০১৭: পিরোজপুর প্রতিনিধিঃ কেন্দ্রীয় ছাত্রদলের (যুগ্ন-সাধারণ সম্পাদক) নুরুল আলম (নিরু)কে  নিশাংস হত্যার প্রতিবাধে আজ পিরোজপুরে পৌর ছাত্রদলের আধা বেলা শান্তিপুর্ন্য ভাবে হরতাল পালন করে।

পৌর ছাত্রদলের (ভারপ্রাপ্ত)সভাপতি এম,ডি বদিউজ্জামান শেখ (রুবেল) এবং সকল পৌর ছাত্রদলের নেতা কর্মীরা  হারতাল পালন করে।

প্রশাসনের পক্ষথেকে হরতাল কারিদের কোন রকমের কোন বাধাদেয়নি ।