Mon. Sep 15th, 2025
Advertisements

mmmmmmmmmmmmmmmmmmmmmmmm3খােলা বাজার২৪।। শুক্রবার, ৩১ মার্চ ২০১৭: আজ ৩১ মার্চ রোজ শুক্রবার বেলা ৩.০০টায়, জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী অনলাইন ফোরাম  এর উদ্যোগে মহান স্বাধীনতা দিবস ও ফোরামের ২য় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে ‘মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও আজকের প্রেক্ষাপট’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখার কথা ছিল বিএনপির স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায়। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখার কথা ছিল বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

ছাত্র দলের কেন্দ্রীয় সংসদের সহ সাধারণ সম্পাদক নুর আলম নুরুর নৃশংস হত্যার কারণে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে বাদ আছর গায়েবী জানাযা অনুষ্ঠিত হওয়ার জন্য নফ’র দ্বিতীয় প্রতিষ্ঠা বার্ষিকী কর্মসূচি স্থগিত করে বাদ আছর ফকিরাপুল মেজবাহুল উলুম কামিল মাদরাসায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয় এবং এতিমদের মাঝে অনুষ্ঠানের কেক তুলে দেয়া হয়।

এসময় উপস্থিত ছিলেন এনডিপির প্রেসিডিয়াম সদস্য মো. মঞ্জুর হোসেন ঈসা, বাংলাদেশ জাতীয়তাবাদী অনলাইন ফোরাম  এর ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান সানি, সাংগঠনিক সম্পাদক শিহাব উদ্দিন সিয়াম, সহ সভাপতি সোহেল আলম, মাহফুজুর রহমান রাজ, মাহমুদুল হাসান মঈন, ওলি মাহমুদ, সিরাজ আল আমিনসহ প্রমুখ। দোয়া ও মোনাজাতে নুর আলম নুরুর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করা হয় এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করা হয়। এর আগে নেতৃবৃন্দ নয়াপল্টনে গায়েবী জানাযায় অংশগ্রহণ করেন।