Thu. Sep 18th, 2025
Advertisements

36খােলা বাজার২৪।। শনিবার, ১ এপ্রিল ২০১৭:  ‘‘মাদক কে না বলুন’’ এ স্লোগানকে সামনে রেখে গতকাল বিকালে উপজেলার কান্দিরপাড় ইউনিয়নের চুনাতি গ্রামে মাদকমুক্ত এলাকা গড়ার লক্ষে সূধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সাবেক ইউপি যুবলীগের সভাপতি শিমল কুমার সিংহের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ৩নং কান্দিরপাড় ইউপি চেয়ারম্যান ওমর ফারুক।
উত্তম কুমার দেবনাথ এর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন ইউপি সদস্য সাইফুল ইসলাম চৌধুরী, আবদুর রব মেম্বার, এতে আরও উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা আবুল হাশেম, আমান উল্যাহ, শাহদাত হোসেন সুজন, বাবুল মজুমদার, ফারুক হোসেন, শাহপরান, মিলন ও হাসিব প্রমুখ।
উক্ত সুধী সমাবেশে এলাকার মাদক সম্রাট রহিমা, মামুন, বদিউল আলম, বাদল, জামাল ও খোকন মিয়ার বিরুদ্ধে কঠোর সমালোচনা করে বক্তারা বক্তব্য দেন। সভা শেষে ওই চক্রের ২ মাদক ব্যবসায়ী মোঃ জামাল হোসেন ও খোকন সাহা উপস্থিত জনস্মুখে আত্মসমর্থন করে নিজের অতীত কু-কর্মের ক্ষমা চেয়ে আজ থেকে মাদক ব্যবসায় বিরত থাকার অঙ্গিকার ব্যাক্ত করেন এবং সুন্দর জীবন গড়ার লক্ষে স্থাণীয় প্রশাসনসহ এলাকাবাসীর সার্বিক সহযোগিতা কামনা করেন।