Sat. Mar 15th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪।। সোমবার, ৩ এপ্রিল ২০১৭: 46বাগেরহাটে শহরের অভিযাত মিষ্টি ও বেকারি পণ্য বিক্রেতা বনফুল নামের প্রতিষ্ঠাকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশ এবং পচা-বাসি মিষ্টি বিক্রির দায়ে ভোক্তা অধিকার আইনে ওই জরিমানা করেন।
এছাড়া সড়কে যত্রতত্র ইজিবাইজ রেখে জনদুর্ভোগ সৃষ্টি বন্ধে শহরের সাধনার মোড়ে প্রচারণার সময় সরকারি কাজে বাধা দেওয়ার দায়ে রবিউল ইসলাম (২২) নামে এক ব্যক্তিকে ৫ দিনের কারাদ- দেয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
অপরদিকে তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে উত্ত্যাক্তের দায়ে রিপন শেখ (২৪) নামে এক যুবককে এক বছরের কারাদ- দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। তিনি জানান, সিটিজেনস ভয়েস অফ বাগেরহাট নামে জেলা প্রশাসনের সোশ্যাল মিডিয়া প্লাটফর্মে এক ব্যক্তি জানায় শহরের নাগেরবাজারের রেলওয়ে কলনীতে তৃতীয় শ্রেণীর এক ছাত্রী বিয়ের প্রস্তুতি চলছে। এমন তথ্যের ভিত্তিকে সেখানে গিয়ে জানতে পারি দরিদ্র পরিবারটি অসচেতনাত ও মেয়ের নিরাপত্তার অভাবে আগামী ৭ এপ্রিল শিশুটির বিয়ের দেবার প্রস্তুতি নিচ্ছিলো। মেয়েটির বাড়িতে গেলে তার পরিবার জানায় তাদের সন্তান স্কুলে যাওয়া আসার পথে স্থানীয় এক যুবক শিশুটিকে উত্ত্যক্ত করে আসছিলো। তাই মেয়ের নিরাপত্তার কথা ভেবে তারা বিয়ের প্রস্তুতি নিচ্ছিলো।
তাদের অভিযোগের ভিত্তিতে নাগেরবাজার এলাকার আবু শেখের ছেলে রিপন শেখকে আটক করা হয়। পরে উত্ত্যক্তের দায়ে আটক রিপনকে ভ্রাম্যমাণ আদালতে এক বছরের বিনাশ্রম কারাদ- দেওয়া হয়েছে। শিশুটির পরিবার তাকে বিয়ে না দেওয়ার বিষয়ে ভ্রাম্যমাণ আদালতের কাছে অঙ্গিকার করেছে।
রোববার বিকালে বাগেরহাট শহরের রেলরোড,নাগের বাজার ও সাধনার মোড় এলাকায় এসব অভিযান চালায় জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট নাজিম উদ্দীন।