খােলা বাজার২৪।। মঙ্গলবার, ৪ এপ্রিল ২০১৭: আইডিএলসি ফাইন্যান্স লিমিটেডের ৩২তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে। গত ৩০ মার্চ রাজধানীর র্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে এই বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের প্রস্তাবনা অনুযায়ী ২০১৬ অর্থবছরে প্রতিষ্ঠানের সকল শেয়ারহোল্ডারদের জন্য ৩০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড (শেয়ার প্রতি ৩ টাকা) অনুমোদিত হয়।
বার্ষিক সাধারণ সভায় বলা হয়, বাংলাদেশের নন-ব্যাংকিং ফাইন্যান্সিয়াল জগতে অগ্রণী প্রতিষ্ঠান আইডিএলসি প্রাতিষ্ঠানিক শক্তিবৃদ্ধির পাশাপাশি গ্রাহক-কেন্দ্রিক প্রতিষ্ঠান হিসেবে ২০১৬ সালে এর অবস্থান আরও দৃঢ় করেছে। বার্ষিক সাধারণ সভায় সভাপতিত্ব করেন আইডিএলসি ফাইন্যান্স লিমিটেডের চেয়ারম্যান আজিজ আল মাহমুদ।
সভায় আরও অংশ নেন প্রতিষ্ঠানের এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান ফারুক এম আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর ও অডিট কমিটির চেয়ারম্যান মনোয়ার উদ্দিন আহমেদ, ডাইরেক্টর এসএম মাশরুর আরেফিন, মোহাম্মদ মাহবুবুর রহমান এফসিএ, মো. কামরুল হাসান এফসিএ, সৈয়দ শাহরিয়ার আহসান, আতিকুর রহমান, নিয়াজ হাবিব (ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর) ও মতিউল ইসলাম নওশাদ (ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর), সিইও ও ম্যানেজিং ডাইরেক্টর আরিফ খান সিএফএ, এফসিএমএ।
এছাড়াও বিপুল সংখ্যক শেয়ারহোল্ডার বার্ষিক সাধারণ সভায় উপস্থিত ছিলেন। চেয়ারম্যান ও ম্যানেজিং ডাইরেক্টর উভয়েই শেয়ারহোল্ডারদের স্বাগত জানান এবং আইডিএলসিতে তাদের অব্যাহত সহযোগিতার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন।