Mon. Sep 22nd, 2025
Advertisements

15খােলা বাজার২৪।। বুধবার, ৫ এপ্রিল ২০১৭:  বেনাপোল সীমান্তে অভিযান চালিয়ে বাজার এলাকা থেকে প্রাইভেট কার ভর্তি২৩৫০বোতল নিষিদ্ধ ঘোষিত-ভারতীয় ফেনসিডিলসহ মাদক ব্যাবসায়ি হারুনার রশিদ(বাবু)কে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা। এসময় প্রাইভেট কারটি জব্দ করেন তারা। আটক বাবু বেনাপোল দিঘিরপাড় গ্রামের দলিল উদ্দিনের ছেলে। দীর্ঘদিন যাবত বাবু মাদকের ব্যাবসা করে আসছিল বলে জানায় বিজিবি। তবে স্থানীয়রা জানান বাবু প্রাইভেট চালক। প্রকৃত ফেনসিডিলের মালিক গয়ড়া গ্রামের এক কুক্ষ্যাত মাদক ব্যাবসায়ি।
যশোর ৪৯ বিজিবি সহ অধিনায়ক- মেজর- নজরুল ইসলাম জানান, বুধবার সকালে বেনাপোল সীমান্ত পথে বিপুল পরিমান মাদকের চালান আমদানি করা হয়েছে জানতে পারেন তারা। সীমান্ত এলাকায় অভিযান পরিচালন্ াকরে বেনাপোল বাজার এলাকা থেকে প্রাইভেট কার সহ শীর্ষ মাদক ব্যাবসায়ি বাবুকে আটক করা হয়। পরে প্রাইভেট কার থেকে উদ্ধার করা হয় ২৩৫০বোতল ফেনসিডিল। আটক বাবুকে মাদক আইনে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে বলে জানান তিনি।