খােলা বাজার২৪।। শুক্রবার, ৮ এপ্রিল ২০১৭: মিয়ানমারের পশ্চিমাঞ্চলে বিয়ের অনুষ্ঠান শেষে ফেরার পথে পোতাশ্রয়ের সঙ্গে ধাক্কা খেয়ে একটি যাত্রীবাহী নৌকা উল্টে গেলে নারীসহ অন্তত ২০ জন প্রাণ হারায়। সংবাদ সূত্রে জানা যায়, গতরাতের এই দুর্ঘটার স্বীকার অধিকাংশই নারী। প্রাণহানির সংখ্যা আরো বাড়তে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে।
দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, বাণিজ্যিক রাজধানী ইয়াঙ্গুনের পশ্চিমে বন্দর নগরী পাথেইনে শুক্রবার সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে। নৌকাটিতে ৮০ জন যাত্রী ছিল। এরা একটি বিয়ের অনুষ্ঠান শেষে ফিরছিল।
বার্তা সংস্থা এএফপি’র সূত্রে আজ জানা যায়, দুর্ঘটনার পর প্রায় ৩০ জন যাত্রীকে জীবিত উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনায় ১৬ নারী ও ৪ পুরুষ প্রাণ হারিয়েছেন। এখনো আনুমানিক ৯ জন নিখোঁজ রয়েছে।