Tue. Sep 23rd, 2025
Advertisements

IMG_Finalখােলা বাজার২৪।। রবিবার, ৯ এপ্রিল ২০১৭: এক্সপোর্ট ইমপোর্ট ব্যাংক অব বাংলাদেশ লিমিটেড এ্যারাবিয়ান গ্লোবাল ব্যাংকার অ্যাওয়ার্ড ২০১৭ অর্জন করেছে। গত (৬ এপ্রিল ২০১৭) সৌদি আরবের জেদ্দায় এক্সিম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী ড. মোহাম্মদ হায়দার আলী মিয়ার হাতে এই অ্যাওয়ার্ড তুলে দেন এরাবিয়ান ব্যাংকার্স কাউন্সিলের সেক্রেটারী আব্দুল্লাহ সালেহ আল কামেল। এ সময় আরো উপস্থিত ছিলেন কাউন্সিলের সদস্য আবু নাসের আল বুসাইরি।

উল্লেখ্য, বিশ্বব্যাংক, ইসলামী উন্নয়ন ব্যাংক, আইএমএফ, এশিয়ান উন্নয়ন ব্যাংক এবং ইকোসক এর নির্দেশনায় পরিচালিত এরাবিয়ান ব্যাংকার্স কাউন্সিল ক্যামেলস রেটিং, অর্থনৈতিক উন্নয়ন সক্ষমতা, সামাজিক দায়বদ্ধতামূলক কার্যক্রম, ইন্টারন্যাশনাল এন্ড করসপন্ডিং ব্যাংকিং সক্ষমতা, মার্কেট সেন্স ও গত দুই বছরের কার্যক্রম বিশ্লষণ করে এক্সিম ব্যাংককে এই অ্যাওয়ার্ডের জন্য নির্বাচিত করে।