Wed. Apr 30th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪।। রবিবার, ৯ এপ্রিল ২০১৭: 42রাজধানীর উত্তরায় কিশোর আদনান হত্যার রেশ না কাটতেই আবারো ভয়ংকর কিশোর নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। অদৃশ্য কারনে ঘটনার ১৫ দিন পেরুলেও মামলা না নেয়ার অভিযোগ উত্তরা পশ্চিম থানা পুলিশের বিরুদ্ধে। লিখিত অভিযোগ সুত্রে জানা যায়, গত ২৬ মার্চ কিশোর আদনান হত্যার ঘটনাস্থল উত্তরা ১৩ নং সেক্টরের ৪ নং সড়কে সঞ্জিত অটো মোবাইলসের কর্মচারি মো. আলমগীর হোসেন (১৭) কে রাতের বেলায় কাজ করতে অপারগতা প্রকাশ করায় লুহার পাইপ ও মটর গাড়ির ফ্যান বেল্ট দিয়ে বেধরক পিটিয়ে গুরুতর আহত করে প্রতিষ্ঠানের মালিক সঞ্জিত বিশ্বাস। পরে, কিশোরের প্রতিবেশি হাবিবুর রহমান নামে এক ব্যক্তি আহত আলমগীরকে টঙ্গী সরকারি হাসপাতালে চিকিৎসা দিয়ে উত্তরা পশ্চিম থানায় একটি লিখিত অভিযোগ করলে বিষয়টি তদন্ত পুর্বক ব্যাবস্থা নিতে বলা হয় পশ্চিম থানার উপ-পরিদর্শক এস আই আব্দুর রহিমকে। ঘটনার ১৫ দিন পেরুলেও অদৃশ্য কারনে মামলা গ্রহন পুর্বক আসামীকে গ্রেফতার না করার অভিযোগ তুলেছেন বাদী পক্ষ। শুধু তাই নয় বাদীকে সহযোগীতা করায় অভিযোক্ত সঞ্জিত ও তার সহযোগী হাবিব নামের এক ব্যক্তি বাদীর সহযোগী ব্যবসায়ী হাবিবুর রহমানের কাছে মাসিক চাঁদা দাবীসহ প্রান নাশের হুমকি দিচ্ছে।
তদন্ত পুর্বক আইনগত ব্যবস্থা না নেয়ার বিষয়ে জানতে চাইলে এস.আই আব্দুর রহিম জানান, আমি দু‘পক্ষকে সমযোতায় আনার চেষ্ঠা চালাচ্ছি, সময় হলে ব্যবস্থা নেয়া হবে। গতকাল রবিবার অভিযোগের কপি নিয়ে উত্তরা জোনের সিনিয়র সহ-পুলিশ কমিশনার মো. আতিকুল ইসলামের নিকট গেলে তিনি মামলাটি আমলে নিবেন বলে জানান তিনি।